ক্ষীরসা দই (khirsha Doi)

 মিরপুরে বগুড়ার দইওয়ালা নিয়ে এলো সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে গরুর খাঁটি দুধের ক্ষীরসা মালাই দই। 


এতে আছে স্তরে স্তরে ক্ষীরসা আর মালাইয়ের লেয়ার। একবার খেলে বার বার খেতে মন চাইবে।


ঢাকা শহরে ডেলিভারি চলছে .....প্রতিদিন বিকাল ৬ টার মধ্যে অর্ডার করলে পরের দিন সর্বোচ্চ রাত ৮ টার মধ্যে সারাদিন যেকোনো সময় ডেলিভারি পাবেন।


নিয়মিত দই খাওয়ার উপকারিতা:
☞ খাবার হজমে সহায়তা করে দই.৷
☞ উপকারী ব্যাকটেরিয়া রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৷
☞ পাকস্থলীর নানা সমস্যা দূর করে ৷
☞ দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত দই খেতেই পারেন।
☞ দই খেলে তা আমাদের ত্বকে ময়েশ্চারাইজিং প্রভাব ফেলে এবং এটি শুষ্ক ত্বককে প্রাকৃতিকভাবে নিরাময় করে।
☞ এতে রয়েছে উল্লেখযোগ্য মাত্রায় খাদ্যপ্রাণ ভিটামিন বি৫, ক্যালশিয়াম,পটাশিয়াম, জিংক, আয়োডিন, ফসফরাস এবং রিবোফ্লাভিন মতো ভিটামিন ও খনিজের ভাণ্ডার।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url