wholesaler
২৫০ বছরের ঐতিহ্যবাহী বগুড়ার দই
সম্ভাবনার নতুন দিগন্ত
বগুড়ার দই সারা দেশব্যাপী বাজারজাতকরনের অংশ হিসেবে আপনিও হতে পারেন আমাদের একজন গর্বিত অংশীদার!
আমাদের দিক থেকে সততা ও আন্তরিকতার কোন অভাব হবে না ইনশাল্লাহ। আমাদের প্রয়োজন সৎ, উদ্যেমী ও পরিশ্রমী মানুষ।
বর্তমান অনলাইন বা অফলাইন ভিত্তিক ব্যবসার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই এ সুযোগে স্বল্প মুলধনে আপনিও হতে পারেন উদ্যোক্তাদের একজন। আপনার ব্যবসার প্রচার প্রসারে আমরা সব ধরনের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত। মানসম্মত দই এর দায়িত্ব আমাদের।
নিজেকে উদ্যোক্তা বানাতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে সাথে সাথে ব্যবসায়ের মন-মানসিকতা অপরিহার্য। শুরুতে আপনাকে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে না আর এতে লোকসানের সম্ভাবনা ১%। আপনি আপনার মার্কেট বুঝে অল্প করে নিবেন। চাইলে প্রতিদিন বা সপ্তাহে ১-২ দিন বা আপনার প্রয়োজনীয় সময়ে দই পাঠাতে পারব।
আমরা বগুড়ার স্পেশাল মিষ্টি দই, চিনিমুক্ত দই (ডায়াবেটিক রোগীদের জন্য) ও শাহী দই (প্রিমিয়াম) সরবরাহ করে থাকি।
দইয়ের দামের মধ্যেই পরিবহন খরচ অর্ন্তভুক্ত থাকবে। আপনার কাছে পৌছানো পর্যন্ত সব খরচ আমাদের। আপনি শুধু নির্দিষ্ট স্থান থেকে দই রিসিভ করবেন আর বিক্রয় আপনার সুবিধামত মুল্যে করতে পারবেন।
আপনার যদি বর্তমানে কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান যেমন খাদ্য পণ্যের দোকান, সুপার শপ, হোটেল, রেষ্টুরেন্ট, মিষ্টির দোকান ইত্যাদি থেকে থাকে অন্যান্য পণ্যের পাশাপাশি আমাদের দইও বিক্রয় করতে পারেন। যদি সেরকম কিছু না থাকে তবুও সমস্যা নেই একদম নতুন ভাবেই স্বল্প পরিসরে শুরু করতে পারেন। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী সহ বেশ কিছু এলাকায় পাওয়া যাচ্ছে আমাদের দই।
আমাদের দিক থেকে সততা ও আন্তরিকতার কোন অভাব হবে না ইনশাল্লাহ। আমাদের প্রয়োজন সৎ, উদ্যেমী ও পরিশ্রমী মানুষ।
বেশ কিছু বিষয় জানার আছে আমাদের যেমন আপনি কোন এরিয়াতে আছেন, আমরা সেখানে পৌঁছাতে পারব কিনা, আপনি পণ্য গ্রহন করতে পারবেন কিনা ইত্যাদি।
আমদের সাথে যোগাযোগ করতে কল করুন 01703-899222
ধন্যবাদন্তে
ফজলে রাব্বী
পরিচালক –